সেক্স দুনিয়া
- ফাইয়াজ ইসলাম ফাহিম

এসো সেক্সের দুনিয়ায় যাই
সেক্স করি,
আমার ভালবাসা
তোমার উদরে ভরি।
.
সেখানে ধর্মের নিষেধ নেই
সমাজের বাধা নেই,
এসো সেক্সের দুনিয়াই যাই
আলিঙ্গনে মিষ্টি চুমুতে
মত্ত হয়ে থাকি দু' জন।
.
তুমি কি যাবে সেক্সের দুনিয়ায়
তুমি কি হবে মোর সেক্স দুনিয়ার সঙ্গী,
আমি সেক্স দুনিয়ার রাজা হবো
তুমি হবে মোর রাণী।
.
এসো যাই সেক্স দুনিয়ায়
তোমার সনে সেক্স দুনিয়ায়
এ মন হারাতে যে চায়,
এসো হে রমণী সেক্স দুনিয়ায়
তোমার অপেক্ষায় যে সেক্স দুনিয়া?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 20টি মন্তব্য এসেছে।

১৪-০৫-২০২৪ ১০:০১ মিঃ

সম্মানিত এডমিন,আপনার দৃষ্টিগোচর হলে দয়া করে কবিতাটি ডিলিট করে দিবেন বা।হাইড করে দিবেন।আমি চাই না কবিতাটি আর ব্লগে থাকুক......

১৬-১২-২০১৯ ২১:৩৪ মিঃ

বানান ভুল করে কমেন্ট করবেন না

১৬-১২-২০১৯ ১৯:৫২ মিঃ

এগুলো কি এই ওয়েব পোর্টালের কর্তুপক্ষ দেখেনা??

১৬-১২-২০১৯ ১৮:৪৪ মিঃ

তোমার জন্ম ঠিক নেই তাই অপরের জন্ম দেখ....

১৬-১২-২০১৯ ১৭:৩৯ মিঃ

প্রকাশ্য যৌনতা কোন দুনিয়ায় সমর্থন করবে,কত বড় মাপের নাস্তিক তুমি নিজেই জানো না,যে দেশ আলেম আউলিয়ার সে দেশে কোনোদিন তোমার মত বিধর্মি নাস্তিকের কথায় কোনোদিন প্রকাশ্য যৌনতার আইন প্রচলিত হবে না,,,,,তেমার কি মা বোন নেই নাকি?লজ্জা করেনা এই পাবলিক থিয়েটারে এমন জগন্য কথা প্রকাশ করতে?তুমি কেমন পাপের ফসল যে আত্নসম্মান টুকু বোঝো না?তুমি কি জানো এই ওয়েব পোর্টালে তোমার মত অনেক কবি আছে কিন্তু তারা কখনোই এই বিকৃত মস্তিস্কের না তারা ধর্মকে সম্মান করে।তোমার মনে হয় খোলা আকাশের নিচে জন্ম হয়েছে তাই তোমার লজ্জা বোধ হয়না

১৬-১২-২০১৯ ১৭:০৭ মিঃ

মূর্খ সুমন তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা নিয়ে যা খুশি বলতে পারো

১৬-১২-২০১৯ ১৩:১৬ মিঃ

তাহেরী নাকি ফাইয়াজের ভাই,,,,,,হা হা হা, স্বীকারক্তি মূলক জবানবন্দির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাঁশ,নাস্তিক তো নাস্তিকেরই ভাই হয়,এটাই স্বাভাবিক,স্বাধীনতা মানে যৌনতাকে প্রকাশ্যে আনা নয়,স্বাধীনতা মানে ধর্মবিরোধী কাব্য রচনা নয়,স্বাধীনতা মানে সকলের তরে সকলে সামঞ্জস্য হওয়া যেখানে মৈত্রি থাকে কিন্তু কেউ কাউকে কটাক্ষ করে কথা বলা নয়,স্বাধীনতা চাও স্বাধীনতার মানে বোঝো??

১৬-১২-২০১৯ ০৩:১৭ মিঃ

নিজের স্বাধীনতা বলে কিছু নেই দেখছি....

১৬-১২-২০১৯ ০৩:১৬ মিঃ

বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা তাহরী ভইয়ের ডাইলক,,,,হয়তো কিছু বুঝবেন...

১৫-১২-২০১৯ ১৭:০০ মিঃ

এটা নিতান্তই ফাইয়াজের ফাইজলামি ছারা কিছু না,ধিক্কার জানাই এমন কবি কে,এই কবি কি না এই প্লাটফর্মে নিজেকে প্রক্ষ্যাত কবি হিসেবে উপস্থাপন করেছে,,,,,,কবি জাতের কলঙ্ক এই কবি,দুই হাজার সতেরো সালে তার বিরুদ্ধে কবিতা লিখে সোস্যাল মিডিয়া ফেসবুক সহ বাংলার কবিতা ওয়েব পেজ এ প্রতিবাদ করেছিলাম তবুও এই নাস্তিক কবির মৌনিকতার পরিবর্তন আসেনা

১৮-০৭-২০১৯ ০৩:১২ মিঃ

কবিতার ভালো মন্দ নেই
কবিতা মানেই কবিতা...

১৭-০৭-২০১৯ ২১:১৩ মিঃ

এই রকম লিখা পাবলিশ হয় কিভাবে , এই রকম একটি ভালো প্ল্যাটফরম এ ?

২৯-০৩-২০১৮ ১৮:৪১ মিঃ

তাতে সমস্যা নেই ব্রো!

২৯-০৩-২০১৮ ১৮:৪১ মিঃ

#হুম জুলহাসুর রহমান!

২৯-০৩-২০১৮ ১৬:০৯ মিঃ

সরি।এটাকে কবিতা বলে মেনে নিতে পারলাম না।

২৭-০৩-২০১৮ ২০:১৫ মিঃ

এটা দিয়ে যৌনতা কে বৈধতা দেওয়ার চেষ্টা মাত্র!

আল্লাহ্ হেদায়ত দান করুক!!

২০-০৩-২০১৮ ১৯:৫৪ মিঃ

জবাবি নেই

১৫-০৩-২০১৮ ১৯:৫৪ মিঃ

জানি না!

১৫-০৩-২০১৮ ১৪:৪৭ মিঃ

আপনার কি বিকৃত মস্তিষ্ক?

১৪-০৩-২০১৮ ২৩:০৫ মিঃ

যৌন আবেদনময়ী কবিতা